ঢাকা-১ আসনের মোট ভোটার ৩,৭৮,৯৬৮

302

নিউজ৩৯ স্পেশাল: জাতীয় সংসদ নির্বাচনে দোহার-নবাবগঞ্জ আসনটি ঢাকা-১ আসন নামে পরিচিত। এটি ১৭৪ নম্বর সংসদীয় আসন নামে পরিচিত। নির্বাচন কমিশনের তথ্য মোতাবেক বর্তমানে এই আসনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান খান, তার পিতার নাম – মোঃ মিসের খান, গ্রাম- কাটাখালী, ঘাটা দোহার, ঢাকা। তিনি নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে লড়াই করবেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সালমা ইসলাম, পিতা- মৃত আব্দুল খালেক, গ্রাম- কামারখোলা, ডাকঘর – চুরাইন, নবাবগঞ্জ, ঢাকা। তিনি লাঙ্গল প্রতিক নিয়ে নির্বাচনে লড়াই করবেন।

ঢাকা -১ আসনে মোট ভোটার ৩,৭৮,৯৬৮ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ১৭৭টি, ভোট কক্ষের সংখ্যা ৭৬৪টি। সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন দোহার ও নবাবগঞ্জ উপজেলার ২ নির্বাহি কর্মকর্তা।
আর নির্বাচনী তদন্ত কমিটির দায়িত্ব পালন করবেন ১। জনাব মোঃ ফজলে এলাহি ভূঁইয়া, যুগ্ম- জেলা জজ ঢাকা। ২। জনাব সাউদ হাসান, সিঃ সহকারী জজ, ঢাকা।  

আপনার মতামত দিন