ঢাকা রেঞ্জের সফল মামলা তদন্তকারী কর্মকর্তা নবাবগঞ্জ থানার কামরুল হাসান

175

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান এপ্রিল মাসের ঢাকা রেঞ্জের সফল মামলা তদন্তকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন। ১৩ই এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলার শোল্লা ইউনিয়নের সুলতানপুর এলাকার আওনা চকের একটি পুকুর থেকে দুই নারীর লাশ উদ্ধার করে পুলিশ। ঐ জোড়া খুন মামলার রহস্য উদ্ঘাটন ও মূল আসামী গ্রেফতারের জন্য সফল মামলা তদন্তকারী নির্বাচিত হন।

বৃহস্পতিবার ঢাকা রেঞ্জের সেগুনবাগিচার কার্যালয়ে তার হাতে পুরস্কার স্বরুপ সনদপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম।

এসআই কামরুল হাসান তার প্রতিক্রিয়ায় বলেন, এই সফলতা আমার একার নয়,সমগ্র নবাবগঞ্জবাসীর।এ পুরস্কার দোহার সার্কেলের সিনিয়র এএসপি মাহবুবুর রহমান, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, ওসি (তদন্ত) সাইফুল ইসলাম, আমার সহকর্মী এসআই সুমন, এসআই আরাফাত, এসআই আশিক এবং আমার অন্যান্য সহকর্মীসহ নবাবগঞ্জের সবার।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

আপনার মতামত দিন