ঢাকা জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

679

বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের গঠনতন্ত্রের ধারা-২৩ মোতাবেক সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল ও সাধারণ সম্পাদক শেখ ফজলে শামসু পরশ এর স্বাক্ষরিত বুধবার(১সেপ্টেম্বর) তারিখে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করে।

এবিষয়ে দোহার উপজেলা যুবলীগের সভাপতি বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা জেলা শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে এবিষয়ে ঢাকা সেন্টাল থেকে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। তবে কত দিনের মধ্যে নতুন কমিটি গঠন করা হবে সেটা সেন্টাল চেয়ারম্যান ও সেক্রেটারি জানে এবিষয়ে আমাদের কোন মন্তব্য নাই।

দোহার উপজেলার যুবলীগের সিনিয়র সহ- সভাপতি বলেন,কমিটির মেয়াদ উত্তির্ন হয়ে যাওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

আপনার মতামত দিন