ঢাকা জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ নবাবগঞ্জের আলমাস আলী খান

186

‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯’তে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আলমাস আলী খান এবারো ঢাকা জেলার মধ্যে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। শুক্রবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা মো. বেনজীর আহম্মদের স্বাক্ষরিত এক প্যাডে ২০১৯ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে নবাবগঞ্জ উপজেলার তোফাজ্জল হোসেন চৌধুরী কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আলমাস আলী খান শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন। এছাড়াও তিনি নবাবগঞ্জ উপজেলা পর্যায়ে ২০১৭, ২০১৮ এবং ২০১৯ শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন এবং ঢাকা জেলা পর্যায়ে ২০১৮ এবং ২০১৯ সালে তিনি বিভিন্ন ক্যাটাগরিতে এ শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেন। এদিকে তার এ অর্জনে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সহকর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

আপনার মতামত দিন