চুড়াইনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

232
ঢাকার নবাবগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় চুড়াইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই খেলা উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী আব্দুল মান্নান।

এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও ঢাকা জেলা পরিষদের সদস্য এস.এম সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চুড়াইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জলিল বেপারী, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন মোড়ল প্রমুখ । খেলা শেষে সকল বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আপনার মতামত দিন