ঢাকায় আজও আ. লীগ-বিএনপির কর্মসূচি

18
ঢাকায় আজও আ. লীগ-বিএনপির কর্মসূচি

রাজধানীতে আজ বুধবারেও (১৯ জুলাই) আওয়ামী লীগ ও বিএনপির রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সকাল সাড়ে ১০টায় আবদুল্লাহপুর থেকে বিএনপির পদযাত্রা শুরু হবে, আর তা যাত্রাবাড়ী গিয়ে শেষ হবে। পদযাত্রা শুরুর আগে আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে সমাবেশ করবে বিএনপি।

শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে এ কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এই পদযাত্রা রামপুরা ব্রিজে এলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আরেকটি পদযাত্রা তাদের সঙ্গে যুক্ত হবে। দলটির শীর্ষ নেতারা পদযাত্রায় যোগ দেয়ার কথা রয়েছে।

একইদিনে ঢাকায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিকেলে রাজধানীর সাতরাস্তা থেকে মহাখালী পর্যন্ত উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বিকেল ৩টায় শোভাযাত্রা শুরুর আগে সমাবেশ হবে।

গতকাল মঙ্গলবার উভয় দলের কর্মসূচিতে কার্যত স্থবির হয়ে পড়ে রাজধানী। বিভিন্ন গন্তব্যে চলাচল করা সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে।

আপনার মতামত দিন