দোহারে অবৈধ ড্রেজার ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা

377
ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা

দোহারে মঙ্গলবার ১৩ই অক্টোবর সকাল ১০টার দিকে মোবাইল কোর্ট অভিযানের সময় এক অবৈধ ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জরিমানার পরিমাণ ১ লক্ষ টাকা। অবৈধ ড্রেজার ব্যবসায়ী দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের অরঙ্গাবাদ গ্রামের শুকুর মিয়ার ছেলে শহিদ মিয়া(৩৫)।

গোপন সংবাদের ভিত্তিতে দোহার  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নে অভিযান চালানো হয়। এই সময় ড্রেজারের সাথে থাকা দুই জন শ্রমিককে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত ড্রেজার ব্যবসায়ীকে ১লক্ষ টাকা জরিমানা করে পরর্বতীতে বালু ব্যবসায়ী বসির আহম্মেদ ১লক্ষ টাকা অর্থদন্ড দিয়ে আটকদের ছাড়িয়ে নিয়ে যায় এবং আর বালু উত্তোলন করবে না বলে মুচলেকা দিয়ে যায়।

আপনার মতামত দিন