জয়পাড়া বাজারে এক রাতে ৭ দোকানে চুরি

2389

দোহারের জয়পাড়া বাজারে এক রাতে সাত দোকানে চুরি হয়েছে। ৯ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩ টায় এ চুরি সংঘটিত হয়েছে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। ৫ টি জুতার দোকান এবং দুইটি মোবাইলের দোকানে চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিকেরা। স্টাইল শো ষ্টোরের মালিক সাগর আহাম্মেদ নিউজ থার্টিনাইনকে বলেন,”গতকাল রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। আজ সকালে দোকান খুলতে এসে দেখি শাটারের তালা ভাংগা। ক্যাশ বাক্সে থাকা নগদ ১০ হাজার টাকা নেই। পরে শুনতে পাই রাতে আমার দোকানসহ আশে পাশের আরো ৬ দোকানে চুরি হয়েছে”।

চুরির খবর শুনে সকাল ১১ টায় পরিদর্শনে আসেন জয়পাড়া বাজার ব্যবসায়ী সমিতির নেতারা। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো.কুদ্দুস আহাম্মেদ নিউজ থার্টিনাইনকে বলেন,”কত টাকার মালামাল চুরি হয়েছে তার সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। চুরি হওয়া দোকানগুলোর মালিকদের সাথে বিকেলে জরুরী সভার আহ্বান করা হয়েছে। সভায় বিস্তারিত জানা যাবে”।

এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরির বিষয়ে দোহার থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

 

 

আপনার মতামত দিন