জয়পাড়ায় মোবাইলের দোকানে চুরি

543
জয়পাড়ায় মোবাইলের দোকানে চুরি

ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়া পূর্ব বাজারের অথৈই টেলিকমে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার পর কোন এক সময়ে এই চুরির ঘটনা সংঘটিত হয় বলে জানিয়েছেন দোকান মালিক জামাল হোসেন।

জানা যায়, প্রতিদিনের মতোই কাল রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকান মালিক জামাল হোসেন। আজ সকালে এসে সে দেখতে পান দোকানে নতুন তালা। পরে তালা ভেঙ্গে দেখতে পারেন তার দোকানে এই চুরির ঘটনা ঘটেছে। তিনি জানান, এ ঘটনায় তার প্রায় ৩০ লাখ টাকার মালামাল ও নগদ ৫০ হাজার টাকা খোয়া গেছে।

সিসি টিভি ক্যামেরা থাকলেও ফুটেজ ঘোলা থাকার কারনে এর থেকে কোন তথ্য আদায় করতে পারেন নি দোকান মালিক জামাল হোসেন। পরে তথ্য উদঘাটনের সিসি টিভি ফুটেজ আইটি এক্সপার্টদের কাছে নিয়ে গেলে তারা সিসি টিভি ক্যামেরায় সমস্যা থাকার কারনে ভিডিও আসে নি বলে উল্লেখ করেন।

জয়পাড়া বাজার সমিতির সেক্রাটারি জুলহাস উদ্দিন জানান, আমি এখন চিকিৎসার জন্য ঢাকায় আছেন। দোহারে এসে পুরো ব্যাপারটা জেনে আমি মন্তব্য করতে পারবো।

এ বিষয়ে দোহার থানার এস আই ইব্রাহিম শেখ নিউজ৩৯কে জানান, মালিক জিডি করেছে। আমরা অতি দ্রুত অপরাধী গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছি।

আপনার মতামত দিন