জয়পাড়ায় ভ্রাম্যমান আদালতে পাঁচ প্রতিষ্ঠানের অর্থদন্ড

825
জয়পাড়ায় ভ্রাম্যমান আদালতে পাঁচ প্রতিষ্ঠানের অর্থদন্ড

জয়পাড়া বাজারে গত ১ জুলাই শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৯ ধারায় ক্রেতাদের নিকট হতে বে-আইনিভাবে কাপড়ের গায়ে অতিরিক্ত মূল্য বসিয়ে বিক্রির অপরাধে জয়পাড়া বাজারের  আয়োজন শপিংমলকে ৩০ হাজার, স্বপ্নচূড়া ৩০ হাজার, ব্লাক বি-স্মার্ট ১৫ হাজার, পালকি ১০ হাজার, এবং নীলাচল নামের শপিংমলকে ১০ হাজার টাকা এবং কাঠালিঘাটা এলাকায় একটি সেমাই কারখানার মালিক আওলাদকে অপরিস্কার অপরিচ্ছন্ন ভাবে সেমাই উৎপাদনের দায়ে ৫ হাজার টাকাসহ মোট ১ লক্ষ টাকার অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম আরা নিপা। তিনি বলেন “রমজান জুরেই এ অভিযান অব্যাহত থাকবে”।

আপনার মতামত দিন