জয়পাড়ায় তিন পর্ন ভিডিও’র মোবাইল ব্যবসায়ি আটক

725

আলী হায়দার ♦ বৃহস্পতিবার দুপুর দেড়টায় জয়পাড়া কিছুক্ষণ ছিনেমা হল রোড-এর মার্কেটে র‍্যাব -১১ অভিযান চালিয়ে  তিনজন মোবাইল পর্ণভিডিও  ব্যবসায়ীকে আটক করেছে। আটক তিন ব্যবসায়ী হলেন শাহীন মাহমুদ (শাহীন টেলিকম), মু. সেন্টু (পারভেজ মোবাইল এক্সোসিরিজ), মু. দিপু (দিপু টেলিকম)।

র‍্যাব-১১ নিউজ৩৯-কে জানায়, এদেরকে পুলিশের মাধ্যমে ৩ থেকে ৪ সপ্তাহ আগে নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই এ ধরনের আরও কয়েকজন ব্যবসায়ী নিয়মিত কিশোর ও যুবকদের নিকট পর্ণ ভিডিও ও ছবি বিক্রি করে আসছিল। র‍্যাবের এই অভিযানকে স্থানীয় এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে।

আপনার মতামত দিন