জয়পাড়ার ইমাম ঢাকায় নিখোঁজ

285

ঢাকার দোহার উপজেলার জয়পাড়ার চৌধুরীপাড়ার হাই মিয়ার মসজিদের ইমাম ইলিয়াস হোসেন গত মঙ্গলবার থেকে নিখোঁজ। পরিবার সূত্র জানিয়েছে তিনি ঢাকা থেকে নিখোঁজ হয়েছেন।

তার এক ব্যবসায়ী বন্ধুর কাছে সাত লাখ টাকা পেতেন। সেই বন্ধু ইমাম ইলিয়াস হোসেনের একাউন্টে টাকা জমা করার কথা জানিয়েছিল, কিন্তু তিনি সকালে ব্যাংকে গিয়ে টাকা জম হয় নি জানতে পান। তারপর তাকে টাকা আনতে ঢাকা যেতে বলা হয়।

তিনি দুপুর আড়াইটার দিকে বাড়ীতে ফোন করে কথা বলেন। এর পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়, এবং এখন পর্যন্ত আর কোনো হদিস পাওয়া যায় নি।

তার পরিবার থানা প্রশাসন ও র‍্যাব-কে এবিষয়ে জানিয়েছে। ইলিয়াস হোসেনের বাড়ী দোহারের নারিশা গ্রামে, তিনি তার কর্মস্থল জয়পাড়ায় মসজিদের কাছে বাড়ী করেন।

তার পরিবার উৎকণ্ঠায় সময় কাটাচ্ছে এবং সেই বন্ধুকে পরিবারের কেউ চেনে না বা ঠিকানা জানে না।

আপনার মতামত দিন