জেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনায়ন জমা দিলেন আলমগীর হোসেন

160

ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনে মনোনায়ন জমা দিয়েছেন দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এসময় দোহার, নবাবগঞ্জ এবং কেরাণিগঞ্জের প্রায় সকল ইউনিয়ন চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র জমা দেন।

এসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে দলের জন্য এবং দেশের কল্যাণে কাজ করে যাচ্ছি। জনগণ ও দলীয় নেতাকর্মীদের ইচ্ছার প্রতিফলনে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। এছাড়া দোহার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে জনগণের সেবা করে যাচ্ছি। আশাকরি যতদিন বেচে থাকব জনগণের পাশে থেকে কাজ করে যাবো৷

এসময়ে উপস্থিত ছিলেন, দোহার পৌর মেয়র মো. আলমাস উদ্দীন, দোহার উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক নূরুল হক বেপারীসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন৷

আপনার মতামত দিন