জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নির্বাচনে কোষাদক্ষ্য পদে দোহারের কবিরুল বাশার

672
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নির্বাচনে কোষাদক্ষ্য পদে দোহারের কবিরুল বাশার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি নির্বাচনে কোষাদক্ষ্য পদে নির্বাচন করছেন দোহারের কৃতি সন্তান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালইয়ের প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেলে নির্বাচন করছেন এই শিক্ষক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক সংস্কৃতি অব্যাহত রাখতে, এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের আধুনিক বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তুলতে, শিক্ষকগণের সার্বিক স্বার্থ সংরক্ষণ ও সুযোগ-সুবিধা বৃদ্ধিকল্পে, জাকসু নির্বাচনের পরিবেশ সৃষ্টির স্বার্থে, সেশনজ্যাম-র‌্যাগিং-মাদক-শিক্ষার্থীদের আবাসন সমস্যা-বিশৃঙ্খল বহিরাগত এবং অযাচিত ও অনিরাপদ যানবাহন-পরিবেশ দূষণকারী দোকানপাট-নির্যাতনমুক্ত ক্যাম্পাস গড়ার লক্ষ্যে এই প্যানেল কাজ করবে বলে তারা জানান। প্যানেলে সভাপতি পদে নির্বাচনে করছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ, সহ-সভাপতি হিসাবে নির্বাচন করছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শফি মুহাম্মদ তারেক, সম্পাদক হিসাবে নির্বাচন করছেন দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ফরিদ আহমেদ, যুগ্ম সম্পাদক হিসাবে নির্বাচন করছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ আওলাদ হোসেন।

আপনার মতামত দিন