জাতিসংঘের অর্থায়নে দোহারে বাঁধ নির্মাণ শুরু

235

অবশেষে সরকারী নয় জাতিসংঘের দূরযোগ ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে দোহার উপজেলার মাহমুদপুর আশ্রায়ন প্রকল্প থেকে কাটাখাল পরযন্ত সোয়া এক কিলোমিটার বাধ নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা শামীমুল হক পাভেল এই নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ নিউজ৩৯কে জানান, পদ্মার ভয়াল ভাঙ্গনে দোহার উপজেলার জনগণ মানবেতর জীবন যাপন করছে। আর জাতিসংঘের তথ্য মোতাবেক বাংলাদেশ বিশ্বের শীর্ষ জলবায়ু ক্ষতিগ্রস্থ দেশ। তাই জাতিসংঘের নিজস্ব উদ্যোগে ও সরকারের সহায়তায় ১৭ লাখ টাকা ব্যায়ে এই সোয়া এক কিলোমিটার বাধ নির্মাণ শুরু হয়েছে এবং নির্দিষ্ট সময়ের ভিতরে তা শেষ হবে বলেও তিনি আশাবাদ ব্যাক্ত করেন। এ সময় দোহার উপজেলা প্রকৌশলী ফরহাদ হোসেন, মাহমুদপুর ইউনিয়ন চেয়ারম্যান তোফাজ্জ্বল হোসেন, নয়াবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান শামীম আহমেদ উপস্থিত ছিলেন। 

আপনার মতামত দিন