জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়েছেন ঢাকা-১ সংসদীয় আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সালমান এফ রহমান ছাড়াও এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন আরো ১১২ জন।
আজ সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি যুক্তরাষ্ট্র পৌছায়। সেখানে তাকে রিসিভ করে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ (সজীব ওয়াজেদ জয়), বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছাড়াও রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংদীয় কমিটির সভাপতি ফারুক খান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৮ জন কর্মকর্তা। এ বছর বিশিষ্ট ব্যক্তি হিসেবে সফরসঙ্গী হয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ড. আবদুস সোবহান গোলাপ, সাবের হোসেন চৌধুরী, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, চট্টগ্রাম উত্তরের সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ, মাদারীপুর আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সিরাজুল হক ফরাজী, সরিষাবাড়ী আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরউদ্দিন, মডেল ফয়সাল, অভিনেতা শাকিল খান, তারিন, মীর সাব্বির ও মাহফুজ, যুব মহিলা লীগের সহ-ক্রীড়া সম্পাদক নাজমা রত্না, জন্মাষ্টমী উদ্্যাপন পরিষদের গৌরাঙ্গ দে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রফিকুল আলম, গোপালগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাহিদুর রহমান শিরু, রংপুর আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ছায়াদত হোসেন, যুব মহিলা লীগের সহ-সভাপতি শামীমা চৌধুরী এবং কে এম এন মন্জুরুল হক। গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিত্ব হিসেবে সফরসঙ্গী হয়েছেন মোল্লা জালাল, কাজী রাশিদুল হক পাশা, ফারজানা রুপা ও সুভাষ সিংহ রায়। এ ছাড়া সফরসঙ্গীর তালিকায় রয়েছেন পররাষ্ট্র সচিবসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ১২ কূটনীতিক, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ১২ সচিব ও কর্মকর্তা, অগ্রগামী ও সঙ্গে থাকা নিরাপত্তা দলের ২৫ সদস্য, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের ১৪ সাংবাদিক ও কর্মকর্তা।