জয়পাড়া বাজারে গয়নার দোকানে চুরি

218

তানজিম ইসলাম, নিউজ ৩৯.নেট ♦ জয়পাড়া বাজারের কাজী সুপার মার্কেটের ডিএস জুয়েলার্সে গত রাতে চুরি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে চুরি হয়েছে বলে জানিয়েছেন দোকান মালিক। রাত আনুমানিক ৩ টায় চুরি হয় বলে ধারণা করছেন তিনি। 

১১ টি তালার ৯ টি কেটে ভিতরে প্রবেশ করে দোকান থেকে নগদ ৪ লক্ষ টাকা ও ৪০ ভরি স্বণালংকার চুরি করে নিয়ে যায়। ঘটনার পরে স্থানীয় নাইট গার্ড তালা ভাঙ্গা দেখে চিৎকার করলে পালিয়ে যায় চুরেরা।

তাৎক্ষনিক পুলিশকে জানালে পুলিশ এসে পর্যবেক্ষণ করে সন্দেহভাজন সেলিম নামে এক ব্যক্তি সহ ২ জনকে আটক করে। এ ঘটনায় দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হক বলেন, “আমরা দুজনকে আটক করেছি; সঠিক তথ্যের ভিত্ততে প্রকৃত চুরদের আটক করা হবে।“ 

এ বিষয়ে নব নির্বাচিত বাজার সমমিতির সাধারণ সম্পাদক শফিউদ্দিন খান বলেন, “কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা অতি শ্রীঘই খুজে বের করে মূল অপরাধীদের শাস্তি দেওয়া হবে।“

আপনার মতামত দিন