জয়পাড়া পাইলট স্কুলে স্কাউট গ্রুপের ক্যাম্প ও তাবু জলসা অনুষ্ঠিত

167

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের পক্ষ থেকে রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল(বিপি) ২২শে ফেব্রুয়ারী জন্মদিন, ডে-ক্যাম্প ও তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে।

জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় স্কাউট লিডার মঞ্জুরল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম.খালেক, স্কাউট লিডার ঢাকা জেলা (এলটি) ও কার্তিকপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম মাহমুদ।

এসময় অতিথি বৃন্দরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ গরার লক্ষ্যে স্কাউট’স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”স্কাউটিং করবো স্মার্ট বাংলাদেশ গড়বো” এই স্লোগানের সাথে আমরা এগিয়ে যাবো।

বিপি দিবস উদযাপনে স্কাউট পতাকা উত্তোলন করেন,ঢাকা জেলার স্কাউট লিডার ইসহাক হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
নারিশা উচ্চ বিদ্যালয়ের স্কাউট লিডার সঞ্জয় বিশ্বাস,জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ খন্দকার, সালাউদ্দীন আহম্মেদ,সিনিয়র সহ:শিক্ষক
মিজানুর রহমান মল্লিক,মাসুদুর রহমান
সিনিয়র সহকারী শিক্ষক, জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মোশাররফ হোসেন, মোরাদ হোসেন সহ আরো অনেকেই।

এসময় সার্বিক পরিচালনায় ছিলো, রিফাত,রাকিব,তোহরা,আকাশ,আজিজুল।

আপনার মতামত দিন