ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ডিএনএসএমের শরীফ হাসান সহ দোহার-নবাবগঞ্জের তিন ছাত্রনেতা

395
শরীফ হাসান

বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের র্পূণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কৃতি শিক্ষার্থী ও ডিএনএসএম সম্পাদক শরীফ হাসান সহ-সম্পাদক পদে স্থান পেয়েছেন। তিনি সহ কমিটিতে স্থান পেয়েছেন দোহার ও নবাবগঞ্জের তিন ছাত্রলীগ নেতা। সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর স্বাক্ষরিত প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ছাত্রলীগের র্পূণাঙ্গ এই কমিটিতে নবাবগঞ্জের এস.এম জহিরুল আলম স্বপ্নীল সহ-সম্পাদক নির্বাচিত হয়েছেন।  এছাড়া দোহারের আরমান হোসেন অপু উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আপনার মতামত দিন