চলে গেলেন দোহারের আরেক কৃতি সন্তান

    681

    নিউজ৩৯, সজল তারেকঃ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এর সাবেক চেয়ারম্যান ও দোহারের কৃতি সন্তান ডঃ আব্দুল হালিম হাওলাদার আজ ১৩ আগস্ট ২০১৯ সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি ওইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন হৃদরোগে ভূগছিলেন। বিগত ১২ দিন তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিতসাধীন ছিলেন। তার মৃত্যুতে দোহারে তার নিজ গ্রামে শোকের ছায়া নেমীসেছে। মৃত্যুকালে তিন্নি ৩ সন্তান ও স্ত্রী রেখে গিয়েছেন।  নাগের কান্দা আহলে বাইত জামে মসজিদ ও লটাখোলা নাগের কান্দা দারুস দারুসসালাম জামে মসজদের সভাপতি ছিলেন। মরহুমের নামাজে জানাজা মংগলবার বাদ এশা তার নিজ গ্রামে, ‘লটাখোলা নাগের কান্দা ঈদগাহ মাঠ’ প্রাংগনে অনুষ্ঠিত হয়।

    নিউজ৩৯ পক্ষ থেকে আমরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আল্লাহ মরহুমকে জান্নাত নসীব করুন এবং তার শোকাহত পরিবারকে শোক সইবার শক্তি দান করুন। আমিন

    আপনার মতামত দিন