চট্টগ্রামে বাসে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কেজি হেরোইন জব্দ

19
চট্টগ্রামে বাসে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কেজি হেরোইন জব্দ

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের ভাটিয়ারী এলাকায় হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৯ জুলাই) দুপুরে বিএমএ গেইটের উত্তর পার্শ্বে এ তল্লাশি চালানো হয়।

বিজিবি জানায়, বিজিবি-৮ এর নেতৃত্বে জেলা প্রশাসন, মাদকদ্রব্য অধিদফতর ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে একটি বিশেষ টহল দল চট্টগ্রামের ভাটিয়ারী এলাকায় অবস্থান নেয়। পরে আনুমানিক পৌনে দুইটার দিকে ভাটিয়ারী এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসকে অনুসরণ করে তাতে তল্লাশি চালিয়ে মালামাল রাখার ক্যারিয়ারে রক্ষিত একটি কালো ব্যাগ থেকে হেরোইনগুলো জব্দ করা হয়। বাসে উপস্থিত সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হলেও তাদের কাউকে আটক করা হয়নি।

চট্টগ্রাম ব্যাটালিয়নের (৮ বিজিবি) পরিচালক অধিনায়ক শাহেদ মিনহাজ ছিদ্দিকী জানান, জব্দকৃত হেরোইনের মূল্য প্রায় ২৮ লক্ষ টাকা। সেগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃক জব্দ তালিকা প্রস্তুত করে সীতাকুন্ড থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

আপনার মতামত দিন