দেশে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নেই বলে ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছে বিএনপি। শনিবার (১৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে এ কথা জানান বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ইইউ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন রিকার্ডো শেলেরি। আর বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্বে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি জানান, আগামীতে জনগণের ভোটে নির্বাচন সম্ভব কিনা, তা জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল। বিএনপি তাদের জানিয়েছে, ক্ষমতাসীন দলের অধীনে দেশে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এখন পর্যন্ত নেই সংলাপের পরিবেশ কিংবা লেভেল প্লেয়িং ফিল্ড। নির্বাচনের ভোটচুরি এখন থেকেই শুরু হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি’র স্থায়ী কমিটির এ সদস্য।
বিএনপি’র পর সংসদের বিরোধী দলে জাতীয় পার্টি এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথেও বৈঠক করবে ইইউ’র প্রতিনিধি দল। ঢাকা সফরের পর প্রতিনিধি দলটি যে প্রতিবেদন দেবে, তার ওপর ভিত্তি করেই আগামী নির্বাচনে ইইউ পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।