গালিমপুরে ডাকাতি, ৩ লাখ টাকার মালামাল লুট

458

ঢাকার নবাবগঞ্জের গালিমপুর ইউনিয়নের আন্ধারকোঠা গ্রামে আব্দুর রাজ্জাকের বসত বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত গভীর রাতে ঘরের দরজার তালা ভেঙ্গে ডাকাতির করে ডাকাতরা। তারা নগদ টাকা, স্বর্ণালংকার, জরুরি কাগজপত্রসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করেছে বলে পরিবারের দাবি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়িতে কোনো লোকজন না থাকায় ফাঁকা বাড়ি পেয়ে ডাকাতদল ছাদে উঠে গেটকেটে ঘরে প্রবেশ করে। ঘরে থাকা ৪টি আলমারির তালা ভেঙ্গে নগদ টাকা, স্বর্ণালংকার, জরুরি কাগজপত্রসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে পারিবারটি দাবি করে।
বুধবার নবাবগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে সকালে উপ-পরির্দশক (এস.আই) আবুল বাসার ঘটনাস্থল পরিদর্শন করে।

আপনার মতামত দিন