মার্চ 20, 2025
দোহার পুলিশ ২০১৫

বুধবার দোহার উপজেলা কমপ্লেক্সে আয়োজিত উন্নয়ন মেলা-২০১৫ তে বিশেষ অতিথির বক্তব্যে দোহার থানার অফিসার ইন চার্জ সিরাজুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ২ মাসে দোহার উপজেলা বাংলাদেশ সেরা হয়েছে । আর এর পুরস্কার স্বরুপ তিনি সরকারের পক্ষ থেকে  পরপর ২ মাসে ৫০ হাজার টাকা করে প্রাইজমানি পেয়েছেন বলে সবাইকে জানান।

তিনি আরো বলেন, তিনি যখন দায়িত্বে আসেন তখন মামলা ছিল ২৮টি; আর বর্তমানে আছে ৫ টি। গত মাসে ৩টি মামলা হয়েছে এবং ৩টি মামলায় সুষ্ঠূভাবে নিস্পত্তি হয়েছে। এছাড়া ৩০০ ওয়ারেণ্টভুক্ত আসামির স্থলে বর্তমানে আসামি আছে ১০০ । একটি উপনির্বাচনও সুষ্ঠূভাবে সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, একটি শান্তিপূর্ণ স্থিতিশীল ও  উন্নত বাসযোগ্য করার ক্ষেত্রে দোহার থানা পুলিশ সবাইকে সেবা করে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক যে কোন অপরাধ দমন করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামীতেও দেশ সেরা হওয়ার এই প্রচেষ্টা অব্যহত থাকবে।

আপনার মতামত দিন
Copyright © News39.net 2011-25 All rights reserved. | ChromeNews by AF themes.
error: Content is protected !!