গণঅভ্যুত্থানে সরকার পতনের পর জয়পাড়া

5
গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ছাত্র-জনতার
গণঅভ্যুত্থানে সরকার পতনের পর ছাত্র-জনতার "রতন ভাষ্কর্য্য" ভাঙা শুরু করে

লং মার্চ টু ঢাকা ২০২৪ এর আগস্ট ৬ তারিখ থেকে এগিয়ে ৫ তারিখে নিয়ে আসা হয়। সকাল থেকে ইন্টারনেট বন্ধ থাকায় জানা যাচ্ছিল না খবর। দুপুরে খবর আসে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। বিকেল ৩ টায় সেনা প্রধাণ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেই সময়ই দোহারের সদর এলাকা জয়পাড়ায় বিজয় মিছিলের ডাক দেয়া হয়। ছাত্র ও জনতা জড়ো হতে থাকে জয়পাড়ার প্রধান সড়কগুলোতে।

গণঅভ্যুত্থানে সরকার পতনের পর জটলা, ছোট ছোট মিছিল আর স্লোগানে মুখরতি হতে থাকে জয়পাড়া। জয়পাড়ার রতন চত্ত্বর কেন্দ্রে পরিণত হয়। এই দিনের ছবি নিয়ে এই গ্যালারি-

দোহার থানার সামনে পুলিশের সতর্ক অবস্থান
দোহার থানার সামনে পুলিশের সতর্ক অবস্থান
উপজেলা মার্কেটের উপর আওয়ামী লীগের এক নেতার ব্যানার ছিল, সেটি ছিড়ে ফেলে ছাত্ররা
উপজেলা মার্কেটের উপর আওয়ামী লীগের এক নেতার ব্যানার ছিল, সেটি ছিড়ে ফেলে ছাত্ররা
ছাত্র-জনতার উল্লাস
ছাত্র-জনতার উল্লাস
ছাত্র-জনতার উল্লাস
ছাত্র-জনতার উল্লাস
ছাত্র-জনতার "রতন ভাষ্কর্য্য" ভাঙা শুরু করে
ছাত্র-জনতা “রতন ভাষ্কর্য্য” ভাঙা শুরু করে
ছাত্র-জনতার উল্লাস
ছাত্র-জনতার উল্লাস
ছাত্রদের ফটোশুট
ছাত্রদের ফটোশুট
রতন ভাষ্কর্য্য ভাঙা হচ্ছে
রতন ভাষ্কর্য্য ভাঙা হচ্ছে
রতন ভাষ্কর্য্য ভেঙে ফেলার পর
রতন ভাষ্কর্য্য ভেঙে ফেলার পর

 

আপনার মতামত দিন