খালেদা জিয়াকে অবিলম্বে গ্রেফতার করা হবে: নির্মল রঞ্জন গুহ

250

খালেদা জিয়া স্বাধীনতার বিরোধী শক্তি জামায়াত ইসলামকে কাঁধে নিয়ে সাধারণ মানুষের মাঝে যে ত্রাশের সৃষ্টি করেছেন তার দায় খালেদা জিয়াকে বহন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ। রবিবার দোহার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মানব বন্ধনে তিনি এই কথা বলেন। 

এসময় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ বলেন, দুই কুপুত্রের জননী বেগম খালেদা জিয়া আজ যে পেট্রোল সন্ত্রাসের শুরু করেছেন তার দায় তাকে নিতে হবে। তাকে গ্রেফতার করে বাংলার মাটিতে তার বিচার করা হবে।

বিএনপি নেতাকর্মীদের উদ্দ্যেশ করে তিনি বলেন, বিএনপির বন্ধুরা, আর আপনারা সাধারণ মানুষের জান মাল নিয়ে ছিনিমিনি খেলতে পারবেন না। সাধারন মানুষকে সাথে নিয়ে আওয়ামী লীগ আপনাদের প্রতিহত করবে। বিএনপির মধ্যবর্তী নির্বাচন নিয়ে তিনি বলেন, আন্দোলন করে লাভ নেই, নির্বাচন ২০১৯ সালের এই সরকারের মেয়াদের এক দিন আগেও হবে না। 

আপনার মতামত দিন