কৈলাইলে অগ্নিকাণ্ডে ৩ ঘর পুড়ে ছাই

178

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বসত বাড়িতে আগুন লেগে ৩টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কৈলাইল ইউনিয়নের কাটাখালী-মাতাবপুর গ্রামের মো. আসরুদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে পুলিশ জানায়। 

জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তে আগুন পার্শ্ববর্তী ৩টি বসত ঘরে ছড়িয়ে পড়ে। আসরুদ্দিনের পরিবারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষণে রান্নাঘরসহ বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। 

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিবারের দাবি প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক কায়সার আহমেদ জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের সঙ্গে আমরাও সহযোগিতা করেছি। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত দিন