কেরানীগঞ্জে নৌকার টিকিট পেলেন শাহীন আহমেদ

1331

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পরপর দুইবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ তৃতীয়বারের মতো নৌকার টিকিট পেলেন। তিনি ২০০৯ সালের ১৯শে জানুয়ারি বিএনপি প্রার্থী নাজিম উদ্দিন ও ২০১৪ সালের ২৭শে মার্চ কেরানীগঞ্জ বিএনপির আহ্বায়ক হাজী নাজিম উদ্দিন মাস্টারকে পরাজিত করে দুইবার নির্বাচিত হন। উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের জন্য ২০১২ ও ২০১৬ সালে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘদিন কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছে। ২০০১ সালে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলায় তিনি ছিলেন অন্যতম আসামি। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার যোগ্যতা, নিষ্ঠা ও সততা বিবেচনা করে গত শুক্রবার রাতে তাকে তৃতীয়বারের মতো কেরানীগঞ্জ উপজেলা পরিষদের প্রার্থী হিসেবে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তার মনোনয়ন চূড়ান্ত করেন। শাহীন আহমেদ মনোনয়ন পাওয়ায় কেরানীগঞ্জে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। আগামী ৩১শে মার্চ ৪র্থ ধাপে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা ডা. নুর মোহাম্মদের সুযোগ্য ছেলে শাহীন আহমেদ। আওয়ামী লীগের দুর্দিনে সাহসিকতার সহিত কেরানীগঞ্জে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি অংশ গ্রহণ করে আসছেন।

আপনার মতামত দিন