মার্চ 20, 2025
কেরানীগঞ্জ

ঢাকার কেরানীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম মো. সাইফুল ইসলাম জুয়েল(৩৪)।  তিনি জিনজিরা মডেল টাউনের বাসিন্দা। শুক্রবার(১৫মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

জিনজিরা কদমতলী গোলচত্বরে তার রুবেল সেনিটারি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পারিবারিক সুত্রে জানা যায় নিহত সাইফুল ইসলাম জুয়েল জ্বর,সর্দি,কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন পুর্বে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে সে মারা যায়। এদিকে তার মৃত্যুতে জিনিজরিা পী এম পাইলট স্কুল এন্ড কলেজের এসএসসি ২০০২ ব্যাচের সকল শিক্ষার্থী বন্ধুরা শোক জানিয়েছেন এবং তার আত্বার মাগফেরাত কামনা করেছেন।

আপনার মতামত দিন
Copyright © News39.net 2011-25 All rights reserved. | ChromeNews by AF themes.
error: Content is protected !!