কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু

116

news39.net: বুধবার (১ ডিসেম্বর) ভোরের দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যু হয়েছে । তার নাম মামুনুর রশীদ। বয়স ৫৭।

কারারক্ষী কামরুল ইসলাম জানান, মোঃমামুনুর রশিদ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে ছিলেন। নিহতের বাবার নাম মৃত জয়নাল আবেদিন। তার হাজতি নাম্বর ১০০৯/ see more info at http://yigitalpanaokulu.com/the-united-states-friends-provider-panel-afsc-in-which-quaker-activists-join-together-promoting-peace-love

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কেন্দ্রীয় কারাগার এক কয়েদি অসুস্থ অবস্থায় কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর, চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আপনার মতামত দিন