কেন্দ্রে ঢুকে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার কেরানীগঞ্জের ইস্পাহানি উচ্চ বিদ্যালয়কেন্দ্রে মো. নাহিদ হোসেন নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে পরীক্ষা শুরুর আগে নাহিদ অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাহিদ হোসেন শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসা বিভাগের (রোল ৫১২৩৬৪) শিক্ষার্থী ছিল। তার বাবার নাম আবুল কালাম আজাদ। সবজি বিক্রেতা আবুল কালাম আজাদের বাড়ি দিনাজপুর জেলায়। পরিবার নিয়ে তিনি উপজেলার বাস্তা এলাকায় ভাড়া থাকতেন।

জানা যায়, নাহিদ শারীরিকভাবে আগে থেকেই অসুস্থ ছিল। তার ওপেন হার্ট সার্জারি করা ছিল। পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হওয়ার পর সে মাথা ঘুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আপনার মতামত দিন
error: Content is protected !!