কুসুমহাটি ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ

798
কুসুমহাটি ইউনিয়নে শীত বস্ত্র বিতরণ

গত শনিবার কুসুমহাটি ইউনিয়নে বাস্তা গ্রামে মেমোরিয়াল ট্রাষ্ট এর উদ্যোগে মরহুম হাজী মোতালেব শিকদার ও মরহুমা আয়শা শিকদার স্মরনে প্রায় ৬শত গরীব ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়। এসময় প্রত্যেকের হাতে শীতের চাঁদর তুলে দেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জাফর ইকবাল লাভলু।

এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সুরকার ও গীতিকার সেলিম আশরাফ, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিসুর খান, দোহার উপজেলা প্রজন্মলীগের সভাপতি আব্দুল মালেক দোহারী, কুসুমহাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু সাইদ, দোহার থানা তদন্ত কর্মকর্তা সোহেল রানা, মৈনট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আনিসুর রহমান।

আপনার মতামত দিন