কাতার প্রবাসী দোহারের জিন্নতের মৃত্যু

803

ঢাকা জেলার দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের কুলছুড়ি গ্রামের জিন্নত আলী বেপারী (৩৫)কাতারের শেখ হামেদ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। ২৫ ফেব্রুয়ারী রাতে স্ট্রক করলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মৃত্যুবরন করেন।

চার বছর আগে ভাগ্য বদলের আশায় জিন্নত আলী বেপারী কাতার প্রবাসী হয়। জিন্নত কাতারের একটি গৃহনির্মান কোম্পানীতে নির্মান শ্রমিক হিসাবে কাজ করত।

জিন্নাত যার অধীনে কাজ করত সেই ফ্যোরম্যানের সাথে আলাপ করে জানা যায় সে কাজের ব্যাপারে ছিল খুব যত্নশীল। একারনে কোম্পানীর সবাই তাকে খুব আদর করত।সর্বশেষ এক বছর আগে দেশ থেকে ছুটি কাটিয়ে আসে। জিন্নতের অন্যান্য ভাইয়েরাও বিভিন্ন রাষ্ট্রে প্রবাসী।।

জিন্নতের ১৩ বছর ও ৬ বছরের দুটি মেয়ে রয়েছে। বড় মেয়ে ইয়াসমিন আমার মেয়ের সাথে নবম শ্রেনীতে পড়ে আর ছোট মেয়ে সবে মাত্র স্কুলে যায়। সকালে জিন্নতের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে চলছে শোকের মাতম। জিন্নতের বৃদ্ধ বাবা মা ও স্ত্রী সন্তানের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে আসে।তাদের শান্তনা দিতে গিয়ে পাশের স্কুলের প্রধান শিক্ষক আমার স্ত্রীর কন্ঠও ভারি হযে আসে।কারন আমিও একজন প্রবাসী।

অন্য খবর  দোহারে মৈনটঘাট ও আশপাশে ভাঙন

কাতার প্রবাসী দোহারের জিন্নতের মৃত্যু

জিন্নতের পরিবারের সদস্যদের সাথে আলাপ করে দ্রুত লাশ দেশে পাঠানোর আইনী প্রক্রিয়া চলছে।

আপনার মতামত দিন