কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

412

কাতারে সড়ক দুর্ঘটনায় হাফেজ নজরুল ইসলাম (৫৩) নামে আহত এক বাংলাদেশি নাগরিক মারা গেছেন। গত ১৯ মার্চ রবিবার রাত ১০টায় স্থানীয় দোহা হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত হাফেজ নজরুল ইসলামের বাড়ি চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নে। তিনি মৃত হাজী আহমদুর রহমান সওদাগরের ছেলে। নিহতের মরদেহ দোহা হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি কাতারে একটি কোম্পানিতে ১০ বছর কর্মরত ছিলেন।

কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রমসচিব রবিউল ইসলাম জানান, নিহতের মরদেহ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানো ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে কাতারের রাজধানী দোহা সানা মার্কেটের পাশে একটি প্রাইভেটকারের ধাক্কায় হাফেজ নজরুল ইসলাম গুরুতর আহত হয়েছিলেন।

আপনার মতামত দিন