কাতারে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগীতায় দোহারের বাবা-ছেলে

1083

ঢাকা জেলার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের পূর্ব শিলাকোঠা গ্রামের হাফেজ ক্বারী নজরুল ইসলাম ও তাঁর ছেলে হাফেজ ক্বারী ওসামা বিন নজরুল আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অংশ গ্রহণ করার জন্য কাতার পৌঁছেছেন। আজ রাত দেড়টার সময় তাঁদের বহনকারী বিমান কাতারের দোহারের উদ্দেশ্যে রওনা দেয়।

এর আগেও ওসামা বিন নজরুল বাংলাদেশ ইসলামী ফান্ডেশনের প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছিলেন। এছাড়া ২০১৭ সালের পিএসসি পরীক্ষায় ওসামা বিন নজরুল কৃতিত্বের সাথে জিপিএ ৫ অর্জন করেন। এছাড়া সুললিত কন্ঠে কোরআন তেলোয়াতের কারণে ওসামা বিন নজরুল মসজিদে তারাবীও পড়ান। ১২ বছর বয়সে কোরআনে হাফেজ ওসামা বিন নজরুলের বাবা ক্বারী হাফেজ নজরুল ইসলাম বঙ্গভবন মসজিদের মুয়াজ্জিন। তিনি দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের পূর্ব শিলাকোঠা গ্রামের ইব্রাহিম মল্লিক এর বড় ছেলে।

আপনার মতামত দিন