শিকারীপাড়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

270

মোশতাক আহমেদ, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের চরসোনাতলা গ্রামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। মেয়েটির নাম তানজিলা আক্তার (১৯), সে তোফাজ্জল হোসেন চৌধুরী ডিগ্রী কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্রী।

গতকাল আনুমানিক দুপুর ১.৩০ মিনিটে ঘরের বারান্দায় নিজ কেবিনে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে এই কলেজ ছাত্রী।

তানজিলা এক ভাই তিন বোনের মধ্যে তানজিলা সবার ছোট। তার পিতা আব্দুল হালিম শিকারী পাড়া বাজারে কাপরের ব্যবসা করেন।

কি কারণে তানজিলা আত্মহত্যা করেছে তা জানা যায়নি। কলেজ পড়ুয়া মেয়েকে হারিয়ে পরিবারের সবাই নির্বাক। তবে এ ব্যাপারে থানায় কোন মামলা করা হয় নি।

আপনার মতামত দিন