কর আইনজীবী ফোরামের মহাসচিব হলেন দোহারের আজিজুর রহমান বাবুল

260

অ্যাডভোকেট মো. আব্বাস উদ্দিনকে সভাপতি ও অ্যাডভোকেট এ কে এম আজিজুর রহমানকে মহাসচিব করে কর আইনজীবী ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকা ট্যাক্সেস আইনজীবী সমিতি (বার এসোসিয়েশনের) হলরুমে সংগঠনের সাধারণ সভায় ১১১ সদস্যবিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়।কমিটিতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে প্রধান উপদেষ্টা করে সাত সদস্যের উপদেষ্টা কমিটিও ঘোষণা দেয়া হয়। কমিটিতে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি মো. হুমায়ুন কবিরকে সিনিয়র সহ-সভাপতি, অ্যাডভোকেট মো. মাহাতাব আলমকে সিনিয়র যুগ্ম মহাসচিব, অ্যাডভোকেট দেওয়ান জাকির হোসেন লোবানকে কোষাধ্যক্ষ, অ্যাডভোকেট মো. নূর নবী পাটোয়ারীকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সংগঠনের বিদায়ী মহাসচিব মো. হুমায়ুন কবির এসব কথা জানান।

আপনার মতামত দিন