করোনা সন্দেহে মৃত্যু নবাবগঞ্জের রেমিটেন্স যোদ্ধার

146

Towhid Islam,news39.net: ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামের দুবাই প্রবাসী রবি সরকার করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ দুবাইতে চাকরি করতেন। বেশ কিছুদিন আগে তার শরীরে জ্বরসহ করোনার বেশ কিছু উপসর্গ দেখা দিলে আতংকিত হয়ে পড়ে তার সাথে একই রুমে থাকা ব্যক্তিরা। তারা করোনার ভয়ে রবি সরকারকে একা ফেলে লকডাউন উপেক্ষা করে মানবিক দায়িত্বের জায়গা অবহেলা করে অন্যত্র চলে যায়। ফলে চিকিৎসা না পেয়ে রুমের ভিতরেই মৃত্যু বরণ করেন তিনি। তার মৃত দেহটির দাফন কাফন বিদেশের মাটিতেই সম্পন্ন হয়।

আপনার মতামত দিন