করোনা উপসর্গ নিয়ে  কালিন্দা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

191

করোনা উপসর্গ নিয়ে  কালিন্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী নুরুল ইসলাম বাচ্চু নুর মৃত্যু বরন করেছেন। তিনি জ্বর,সর্দি,কাশি ও শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন ধরে ভুগছিলেন এবং গুরুতর অসুস্থ হলে তাকে গত রোববার ( ১০ মে) কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১মে) সকাল ৮টায় তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হয়েছে। আইইডিসিআরে নমুনা পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসাইন।

 

 

এই দিকে কালিন্দা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী নুরুল ইসলাম বাচ্চু নুর মৃত্যুতে শোক জানিয়েছেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও কেরানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

 

 

এছাড়া আরো শোকা জানিয়েছেন কালিন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ন গনি, সাংগঠনিক সম্পাদক হাজী জাহিদ হোসেন রনি।

আপনার মতামত দিন