করোনা আক্রান্ত কলাকোপার সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

237

করোনায় আক্রান্ত হয়ে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কলাকোপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৈয়ব আহমেদ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা কন্ট্রোল কর্নারের ফোকাল পার্সন ডা. হরগোবিন্দ সরকার অনুপ এ তথ্য নিশ্চিত করেন।

ডা. অনুপ বলেন, গত ১৯মে তৈয়ব চেয়ারম্যানের নমুনা সংগ্রহ করা হয়। ২৩মে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর ২৪মে তাকে উন্নত চিকিৎসার প্রয়োজনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরো বলেন, তোয়েব চেয়ারম্যানের পরিবারের আরো কয়েকজন করোনায় আক্রান্ত।

আপনার মতামত দিন