করোনায় আক্রান্ত নুরুল হক ব্যাপারী

260
নুরুল হক ব্যাপারী

ঢাকা দোহার মুকসুদপুর এলাকার জাহাজ মালিক সমিতির সদস্য নুরুল হক ব্যাপারী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা থেকে সুস্থতার জন্য জাহাজ মালিক সমিতির পক্ষ থেকে নুরুল হক ব্যাপারীর জন্য তার নিজ বাসায় জহুরের নামাজের পর দোয়ার আয়োজন করা হয়।

মুঠোফোনে যোগাযোগ করা হলে নিউজ৩৯কে রিনি বলেন, আমি ২০দিন যাবৎ অসুস্থ করোনায় আক্রান্ত। আমি এখনো করোনা পজেটিভ।

বর্তমানে তিনি ঢাকার স্কয়ার  হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সকলে কাছে দোয়া চেয়েছেন,যাতে তার করোনা নেগেটিভ হয় ও তাড়াতাড়ি ফিরতে পারে। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।

আপনার মতামত দিন