কম্পিউটারের যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে কি করবেন? নতুন করে উইন্ডোজ সেটাপ দেবেন? নাকি পাসওয়ার্ড ভাংগার চেস্টা করবেন। চিন্তা নাই। সেদিন মোবাইলের লক ভাংগা শিখিয়েছি। আজ শেখাবো কিভাবে কম্পিউটারের পাসওয়ার্ড ভাংগতে হয়।
থিওরি: কম্পিউটারে দুই ধরনের ইউজার থাকে। একজন ইউজার হলো লোকাল ইউজার এবং আরেকজন এডমিনিস্ট্রেটর। তাই একাউন্টের ধরন দুই রকমের। একটি এডমিনিস্ট্রেটর আরেকটি লোকাল। কম্পিউটারে উইন্ডোজ সেটাপ দেওয়ার সময় যদি কেউ এডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড না দিয়ে থাকে তাহলে তার একাউন্ড ধুপধাপ ভাংগা যায়।
প্রাকটিকাল:১. কম্পিউটারের পাওয়ার বাটনে ক্লিক করে অনবরত কিবোর্ড এর F8 বাটনে চাপতে থাকুন।
২. এক সময় একটি কালো স্ক্রিন আসবে এতে অনেকগুলো অপশন থাকবে এর ভেতর SAFE MODE সিলেক্ট করুন। এখানে মাউস কাজ করে না তাই কিবোর্ডের আপার এরো দিয়ে (উপর দিকে তীর চিহ্ন) SAFE MODE দেখাতে হবে।
৩. এন্টার বাটনে চাপ দিন।
৪. সাথে সাথে ম্যাট্রিক্স মুভির মতো শত শত কোড সামনে দেখাবে। চিন্তার কারন নেই অপেক্ষা করুন।
৫. এবার কম্পিউটার স্বাভাবিক ভাবে চালু হবে এবং ADMINISTRATOR নামে একটি লগ ইন একাউন্ট শো করবে।
৬. ADMINISTRATOR আইকনে চাপ দিন। এবার অটোমেটিক পাসওয়ার্ড ছাড়া ঢুকে যেতে পারবেন।
৭. এবার স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে যান। এবং ইউজার একাউন্ট অপশনে ঢুকুন।
৮. এবার কম্পিউটারের লোকাল লগিন নেইমটি দেখাবে। ওখানে ঢুকে পাসওয়ার্ড রিমোভ করে দিন।
৯. কম্পিউটার রিস্টার্ট করুন।এবার আপনাকে আর পায় কে। বাধা মুক্ত ভাবে কম্পিউটার চালান। ২য় পর্বে আরো কিছু ট্রিক্স দেব। যাতে এডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড দেয়া থাকলেও কম্পিউটার এর পাসওয়ার্ড ভাংগা যাবে।
লেখকঃ সিভিল ইঞ্জিনিয়ার