ঢাকার সর্বদক্ষিনের পদ্মার কুল ঘেষে অবস্থিত দোহারের মালিকান্দার কৃতি সন্তান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দোহারের সন্তান ড. কবিরুল বাশারের উদ্যোগে দোহারে বিতরন করা হয়েছে আড়াই কোটি টাকার মশার কয়েল। এসিআই কোম্পানির সহযোগিতায় এই কয়েল বিতরন করা হয়। ব্যাপক পরিমান এ কয়েল বিতরণের কাজ আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিক ভাবে শুরু করল জনকল্যামূলক সামাজিক সংগঠন ‘স্যামস-৯২’। বিতরণ কার্যক্রম চলবে বেশ কয়েকদিন। আর কয়েল নিতে প্রতিটি স্পটে হাজার হাজার মানুষের স্বঃতস্ফূর্ত উপস্থিতি বলে দেয় এর প্রয়োজনীয়তা।
ভাল একটি কাজের শুরুতে পাশে ছিলেন, দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সালমা খাতুন, দোহার থানার ওসি সিরাজুল ইসলাম, উদ্যোগী মানুষ ড. কবিরুল বাশার ও স্যামস-৯২ এর সভাপতি ডা. মাহবুব সহ সংগঠনটির সকল পর্যায়ের সদস্যরা। আমার নিজেরও ভাল লাগছে ভাল কাজে সবার সঙ্গে থাকতে পেরে।