ওয়াদামতো কাজ করে যাচ্ছি, শিগগির রেজাল্ট পাবেন : সালমান এফ রহমান

73
ওয়াদামতো কাজ করে যাচ্ছি, শিগগির রেজাল্ট পাবেন : সালমান এফ রহমান

ঢাকা (দোহারনবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, নির্বাচনের আগে আপনাদের কথা দিয়েছিলাম যে, দোহারনবাবগঞ্জ হবে বাংলাদেশের মধ্যে দুটি স্মার্ট উপজেলা। আমি আমার দেওয়া ওয়াদামতো কাজ করে যাচ্ছি, খুব শিগগির রেজাল্ট পাবেন।

গত সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার দোহার উপজেলার বণিক সমিতি ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার, আর আমাদের প্রধানমন্ত্রীর স্বপ্ন স্মার্ট সোনার বাংলা গড়া। আমরা সবাই প্রধানমন্ত্রীর এই স্বপ্ন বাস্তবায়নের সর্বাত্মক সহযোগিতা করব।

আপনার মতামত দিন