ওবায়দুল কাদেরের জন্য নবাবগঞ্জে ছাত্রলীগের দোয়া মাহফিল

97
নবাবগঞ্জ ছাত্রলীগ

গত ১১ মার্চ সোমবার নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলার দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজে নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগ ও দোহার-নবাবগঞ্জ কলেজ শাখা ছাত্রলীগ যৌথভাবে এ দোয়া মাহফিলের আয়োজন করেন। এতে ছাত্রলীগের নেতাকর্মীরাসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।

মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন প্রফেসর এস এম মোশারফ হোসেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি আতিক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মাহমুদ, নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রানা, সাধারণ সম্পাদক সাইফুল বারী শান্ত,  ছাত্রলীগ নেতা শোভন শিকদার,  নাহিদুল আলম নাহিদ প্রমূখ।

নবাবগঞ্জ ছাত্রলীগ

আপনার মতামত দিন