এসএসসিতে সারা দেশের পাশের হার ৮২.৮৭ শতাংশ

44

এসএসসির ফল প্রকাশ করা হয়েছে। গণভবনে ফল প্রকাশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিম্নে প্রতিটি বোর্ডের ফলাফল ধারাবাহিকভাবে প্রকাশ করা হল। সারা দেশে পাসের হার ৮২.৮৭।

সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১,৩৫,৮৯৮ জন। ঢাকা বোর্ডঃ পাসের হার ৮২.৩৪, জিপিএ-ফাইভ ৩৬,০৪৭।

ময়মনসিংহ বোর্ডঃ পাসের হার ৮০.১৩, জিপিএ ফাইভ ৭৪৩৪।

বরিশাল বোর্ডঃ পাসের হার ৭৯.৭০, জিপিএ-ফাইভ ৪৪৮৩। যশোর বোর্ডঃ পাসের হার ৮৭.৩১, জিপিএ-ফাইভ ১৩৭৬৪।

কুমিল্লা বোর্ডঃ পাসের হার ৮৫.২২, জিপিএ-ফাইভ ১০,২৪৫।

রাজশাহী বোর্ডঃ পাসের হার ৯০.৩৭, জিপিএ-ফাইভ ২৬১৬৭।

সিলেট বোর্ডঃ পাসের হার ৭৮.৭৯, জিপিএ-ফাইভ ৪২৬৩।

দিনাজপুর বোর্ডঃ পাসের হার ৮২.৭৩, জিপিএ-ফাইভ ১২০৮৬।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৫১। কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭২.৭০।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলো খুলে দেওয়া হবে।

আপনার মতামত দিন