সালমা ইসলাম

জাতীয় নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টিকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের এখনই মাঠে নামার আহ্বান জানিয়েছেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। তিনি বলেন, আর ঘরে বসে থাকার সময় নেই। আগামী নিবার্চনে নিজেদের শক্তির ওপর ভর করেই লড়াই করতে হবে। রোববার নবাবগঞ্জ উপজেলা উপজেলা শহরের পাশে বর্ধনপাড়া এলাকায় দলীয় কার্যালয়ে কর্মিসভায় তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা-১ দোহার নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য সালমা ইসলাম বলেন, ‘এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করাসহ সাধারণ মানুষের কাছে দোহার ও নবাবগঞ্জের চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে হবে। তবেই আমরা পুনরায় এ অঞ্চলের মানুষের সেবা করার সুযোগ পাব।’

সালমা ইসলাম আরও বলেন, ‘আমি  দোহার ও নবাবগঞ্জের উন্নয়নের স্বার্থে রাজনীতিতে এসেছি। এ অঞ্চলকে একটি আধুনিক এলাকায় রূপ দেয়ার লক্ষ্যে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। আসুন আমরা রাজধানীর নিকটবর্তী অবহেলিত এলাকাটিকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলি।’

তিনি বলেন, ‘সামাজিক সচেতনতা ও শিক্ষার  ব্যাপক প্রসারের মাধ্যমে ইভটিজিং, মাদক, বাল্যবিবাহের মতো সামাজিক ব্যধি দূর করতে প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন। তাই আর বসে না থেকে ঘরে ঘরে মানুষের  ভালোমন্দের খবর নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।’

অন্য খবর  ঢাকার নবাবগঞ্জ উপজেলার সবুজ পরিবেশ আন্দোলনের অভিষেক

অনুষ্ঠানে নবীন-প্রবীণের সমন্বয়ে জাতীয় পার্টিকে ঢেলে সাজাতে উপজেলা আহ্বায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে আরও সাতজনকে সম্পৃক্ত করা হয়। তারা হলেন- নয়নশ্রী ইউপি চেয়ারম্যান রিপন মোল্লা, এসএম ওসমানী হেন্টু, ওমর ফারুক, আবুল হোসেন আজাদ, জাকির হোসেন, সেলিম শিকদার এবং সাহিদুল হক খান। এছাড়া আবদুর রাজ্জাক মাস্টারকে উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা এবং  জিনিয়া আফরিনকে উপজেলা মহিলা পার্টির সহ-সভানেত্রী করা হয়। সভায় নবনির্বাচিত যুগ্ম আহ্বায়করা ফুল দিয়ে সংসদ সদস্য সালমা ইসলামকে শুভেচ্ছা জানান।

আপনার মতামত দিন