একুশে ব্লাড ডোনারস্ ক্লাব এর বর্ষপূর্তিতে ফ্রি ব্লাড গ্রুপিং

113

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় ফ্রি ব্লাড গ্রুপিং করেছে সামাজিক সংগঠন একুশে ব্লাড ডোনারস্ ক্লাব। আজ বৃহষ্পতিবার সংগঠনটি শিকারীপাড়া বাজার, বেড়িবাঁধ বাজার ও বারুয়াখালী বাজারে প্রায় চার শ’ মানুষকে এ সেবা প্রদান করে।
সংগঠনটির আহ্বায়ক মোস্তাক আহমেদ বলেন, মানুষকে রক্তদানে উৎসাহিত ও সচেতন করার জন্য আমাদের এ আয়োজন। রক্তের প্রয়োজনীয়তা দিন দিন বেড়েই চলছে। মাদকমুক্ত জীবন গঠনে যাতে যুবকরা উদ্বুদ্ধ হয় সেজন্য আমরা তাদের আহ্বান জানাই।
অনুষ্ঠানে বারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হারুনুর রশিদ, ইব্রাহীম খলিল, তৌহিদুল ইসলাম বাবু, মো. বাচ্চু দেওয়ান, কামাল হোসেন, ফয়সাল আহমেদ, মাহফুজ, অনিক, নয়ন ঘোষসহ অনেকে উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন