উপদেষ্টা হিসেবে সরকারি সুবিধা নিবেন না সালমান এফ রহমান

97

মাহমুদুল হাসান সুমন, রিপোর্টার, news39.net: একজন মন্ত্রী বা সমপদস্থ ব্যাক্তি সরকারি সুযোগ সুবিধা হিসেবে দৈনিক ১৮ লিটার জ্বালানি তেলের সমপরিমাণ অর্থ পান। এছাড়াও, পুরো চিকিৎসা খরচ পান একজন মন্ত্রী। একজন মন্ত্রী মাসে ১০ হাজার টাকা আপ্যায়ন ভাতা পান। সরকারি বাড়ি সাজসজ্জা করতে পান পাঁচ লাখ টাকা। কিন্তু সরকারের উপদ্বেষ্টা হিসেবে সালমান এফ রহমান নিজেই এসব সরকারি সুবিধা নিতে চান না।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সালমান এফ রহমানের নিয়োগ অবৈতনিক হলেও অন্য পাঁচজন উপদেষ্টা বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

৭ জানুয়ারি, ২০২৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে নৌকা প্রতীকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁকে আবারও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে এখন পর্যন্ত তাঁকে নির্দিষ্ট কোনো পদে নিয়োগ দেওয়া হয়নি।

এর আগে ২০১৯ সালেও তাঁর নিয়োগকে অবৈতনিক করা হয়। তখন তাঁকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়।

আপনার মতামত দিন