উপজেলা প্রশাসন কর্তৃক দোহার – নবাবগঞ্জে বিজয় দিবস পালিত

271

ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়েছে। নবাবগঞ্জে ১৫ই ডিসেম্বর  দিনগত রাত ১২টার পরে উপজেলা বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা-১ আসনের সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলামসহ জাতীয়পার্টির নেতৃবৃন্দ।

এরপর পৃথকভাবে দোহার ও নবাবগঞ্জ উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও বিএনপি’র অঙ্গ সংগঠনসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

আজ শনিবার নবাবগঞ্জের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও দোহারে জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় দিবসের অনুষ্ঠান করা হয়। সেখানে কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। তাছাড়া এ দু’উপজেলার বিভিন্ন সংগঠন বিজয় মেলা, বিভিন্ন ধরনের খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

আপনার মতামত দিন